ABP Ananda LIVE: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রাজারহাটের চাঁদপুর । দলীয় কর্মীদের হাতেই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের আক্রান্ত হওয়ার অভিযোগ । তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ । প্রতিবাদে উপপ্রধানের অনুগামীরা শিকরপুর মোড়ে রাস্তা অবরোধ করে । পুলিশ গিয়ে তাদের হঠিয়ে দেয় । গন্ডগোলের আঁচ ছড়িয়ে পড়ে রাজারহাট থানায় । তৃণমূলের দুই গোষ্ঠী থানার মধ্যে একে অপরের ওপর চড়াও হয় বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ । এই ঘটনায় তৃণমূল উপপ্রধানের ভাই ও অঞ্চল সভাপতির অনুগামী-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে